
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ মার্চ ২০২৪ | প্রিন্ট | 169 বার পঠিত
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে আরামিট সিমেন্টের।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহের ব্যবধানে আরামিট সিমেন্টের শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৭৬ শতাংশ।
এসবিএসি ব্যাংক পিএলসি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ। আর ৯ দশমিক ৪৩ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এস্কয়ার নিট, জেমিনি সি ফুড, পাওয়ার, নূরানি ডাইং, ফারইস্ট ফাইন্যান্স, আইবিবিএল সেকেন্ড মুদারাবা পারপেচুয়াল বন্ড এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Posted ৪:১২ অপরাহ্ণ | শনিবার, ০২ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity