
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ | প্রিন্ট | 201 বার পঠিত
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড পুঁজিবাজারের লেনদেন শুরু করতে যাচ্ছে । আগামীকাল বুধবার (৬ মার্চ) কোম্পানিটি ঢাকা স্টক একচেঞ্জে লেনদেন শুরু করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুঁজিবাজারে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরি থেকে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হলো “ASIATICLAB”। আর কোম্পানি কোড ১৮৪৯৮। কোম্পানিটি ‘ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস’ খাতে তালিকাভুক্ত হয়েছে।
এর আগে, কোম্পানিটির আইপিও আবেদন গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত গ্রহণ করা হয়।
Posted ১২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity