
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ মার্চ ২০২৪ | প্রিন্ট | 153 বার পঠিত
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানিতে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি রোববার (১০ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি ২০২৪ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
অর্থ প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমি আজকে বিএসইসির চেয়ারম্যানকে বলেছি যে প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত। আশা করি তিনি আমার এ অনুরোধটি রাখবেন। নারীদেরকে যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি এটি পারব। সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। একইসঙ্গে সমাজের মনস্তত্ত্বও পরিবর্তন করতে হবে। পাশাপাশি পুরুষ সহকর্মী যারা আছেন তাদেরকেও নারীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity