
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | প্রিন্ট | 171 বার পঠিত
পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে।
কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী দীর্ঘ মেয়াদে কোম্পানির রেটিং হয়েছে ‘ ডাবল এ মাইনাস’। আর স্বল্প মেয়াদে কোম্পানির রেটিং হয়েছে ‘এসটি১’।
২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৪ সালের অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
Posted ৪:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity