
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | প্রিন্ট | 207 বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (১৪ মার্চ) উভয় শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের দিনেও বিভিন্ন কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়। এতে বিনিয়োগকারীরা শেষ বেলা পর্যন্ত এসব শেয়ার ক্রয় করতে পারেনি।
কোম্পানিগুলো হলো- এশিয়াটি ল্যাবরেটরিজ, লুব-রেফ বাংলাদেশ, গোল্ডেন হার্ভেস্ট, ওইমেক্স ইলেক্ট্রড, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে আজ এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর বেড়েছে ৯.৯২ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ৯.৮৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৯.৭১ শতাংশ, ওইমেক্স ইলেক্ট্রডের ৯.৬১ শতাংশ, পিপলস লিজিংয়ের ৯.৫২ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের ৯.২৬ শতাংশ।
এছাড়াও, আজ ডিএসইতে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমার কিনারায় বিবিএস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছেও।
Posted ৩:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity