
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 141 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের ৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
Posted ১:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity