
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 132 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
জানা যায়, কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে।
যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে কোম্পানিটি।
কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।
Posted ২:১৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity