
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 585 বার পঠিত
পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ২১টি।এর মধ্যে পরিশোধিত মূলধনের তুলনায় রিজার্ভ মাইনাসে রয়েছে ৯টির, রিজার্ভ বেশি এমন কোম্পানির সংখ্যা ৬টি এবং কম রিজার্ভ রয়েছে ৬ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
পরিশোধিত মূলধনের মাইনাস রিজার্ভের ৯টি কোম্পানি হলো- বিডি থাই ফুড, বিচ হ্যাচারি, ইমারেল্ড অয়েল, ফু ওয়াং ফুড, মেঘনা কনডেন্স, মেঘনা পেট, ন্যাশনাল টি, শ্যামপুর সুগার এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
বিডি থাই ফুড
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ২১ কোটি ৭৯ লাখ টাকা।
বিচ হ্যাচারি
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪১ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ১ কোটি ১৪ লাখ টাকা।
এমারেল্ড অয়েল
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ১৮৫ কোটি ৯০ লাখ টাকা।
ফু ওয়াং ফুড
কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ৮৫ কোটি ৮৮ লাখ টাকা।
মেঘনা কনডেন্স
কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ১৩১ কোটি ৫৫ লাখ টাকা।
মেঘনা পেট
কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ১৮ কোটি ১৮ লাখ টাকা।
ন্যাশনাল টি
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ৩৮ কোটি ৪১ লাখ টাকা।
শ্যামপুর সুগার
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ৬০ কোটি ০৬ লাখ টাকা।
জিলবাংলা সুগার
কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে মাইনাস ৬০১ কোটি ২৫ লাখ টাকা।
Posted ২:০২ অপরাহ্ণ | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity