
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 192 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাই কোম্পানিটির ২৭ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। যার বাজার মূল্য ৪০ কোটি টাকারও বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাই গত ৪ মার্চ ঘোষণা দিয়েছিলেন তিনি ডিএসইর পাবলিক মার্কেট থেকে ২৭ লাখ শেয়ার কিনবেন। ৩০ কর্মদিবসের মধ্যে ঘোষিত শেয়ার কেনার কথা।
কোম্পানির ওই পরিচালক ঘোষিত সময়ের মধ্যে ২৭ লাখ শেয়ার কিনেছেন। আলোচ্য সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম ছিল ১৪৮ টাকা থেকে ১৫৫ টাকা।
Posted ৬:১৩ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity