
| মঙ্গলবার, ২৮ মে ২০২৪ | প্রিন্ট | 57 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের ঘোষিত স্টক ডিভিডেন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ০২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংকটির স্টক ডিভিডেন্ড বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৩ অক্টোবর।
প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
Posted ১:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity