
| সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
শেয়ারবাজারে দরপতনে শুরু হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস। আজ সোমবার (১৪ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৮ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৯ পয়েন্টে।
ডিএসইতে মোট ৩৫০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৬ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯ টির, কমেছে ২২৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫২ টি কোম্পানির বাজারদর।
Posted ৩:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity