
| রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 67 বার পঠিত
আজ রোববার (২৭ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও শেয়ারদরে বড় পতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪৯ পয়েন্ট। এতে প্রধান সূচকটি প্রায় চার বছর বা ৪৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে। যা বিগত সাড়ে ৪৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর আগে ২০২০ সালের ২ ডিসেম্বর ডিএসইর সূচক দাঁড়িয়েছিল ৪ হাজার ৯৩৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১১০৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৮ দশমিক ১৮ পয়েন্ট কমে ১৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৩০৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০৬ কোটি ০১ লাখ টাকা। ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন হওয়া সিংহভাগ শেয়ারের দাম কমেছে। যার মধ্যে দর বেড়েছে ২৯টি কোম্পানির, বিপরীতে ৩৪১ কোম্পানির দর কমেছে। আর ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
Posted ৩:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity