
| সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৩ ফেব্রুয়ারি) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনশেষে আজ ডিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৯ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯ টির, দর কমেছে ১১৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭ টির।
আজ ডিএসইতে ৪৩১ কোটি ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৪ কোটি ৯২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৪১ লাখ টাকা ।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity