বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ন্যাশনাল লাইফের ৩ কোটি ৭৩ লাখ টাকা বীমা দাবির চেক হস্তান্তর

  |   রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

ঝিনাইদহে ন্যাশনাল লাইফের ৩ কোটি ৭৩ লাখ টাকা বীমা দাবির চেক হস্তান্তর

ঝিনাইদহে ৩ কোটি ৭৩ লাখ টাকা বীমা দাবি চেক হস্তান্তর করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালি পার্কে আয়োজিত খুলনা বিভাগীয় উন্নয়ন কর্মকর্তাদের অংশ গ্রহণে আয়োজিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা এরিয়া প্রধান এভিপি মো. লিটন হাওলাদার। অরো বক্তব্য রাখেন যশোর এরিয়া প্রধান ইভিপি মো. সাখাওয়াত হোসেন, ঝিনাইদহ এরিয়া প্রধান ডিভিপি মো. তাজুল ইসলাম, জনবীমা কুষ্টিয়া এরিয়া প্রধান মো. মোসলেহ উদ্দিন মোল্লা, জনবীমা খুলনা এরিয়া প্রধান কাজী মুকতুল হোসেন, জনবীমা যশোর এরিয়া প্রধান সিজেডএম মাজহারুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, যথা সময়ে দাবি পরিশোধ করা হলে বীমার প্রতি সাধারণ জণগণের আস্থা বাড়বে। ন্যাশনাল লাইফ গ্রাহকের বীমা দাবি পরিশোধের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।

তিনি বলেন, করোনার মধ্যেও আমরা গ্রাহকের বাড়ি গিয়ে বীমা দাবির চেক পৌঁছে দিয়ে এসেছি। এ জন্য আমরা ২০২৪ সালের ব্যবসায়ীক কার্যক্রম সফলভাবে শেষ করেছি এবং একইসাথে ২০২৫ সালের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রিমিয়াম সংগ্রহের কার্যক্রম শুরু করেছি।

তিনি আরো বলেন করপোরেট সুশাসন, যথা সময়ে দাবি পরিশোধ ও সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। আমরা এ পর্যন্ত ২৫টি জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছি। পরে তিনি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন এরিয়ার প্রায় ১২ শতাধিক উন্নয়ন কর্মী অংশ নেন।-‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com