
| বুধবার, ১৪ মে ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের ৫টি নন লাইফ বীমা কোম্পানি মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা কোম্পানিগুলো হচ্ছে সিটি ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ও সিকদার ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিটি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৮৫ পয়সা আয় করেছিল। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৫ পয়সা।
রূপালী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৬ পয়সা আয় করেছিল। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৭৬ পয়সা।
অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৫০ পয়সা আয় করেছিল। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২২ পয়সা।
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় করেছিল।গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫৯ পয়সা।
সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১৯ পয়সা আয় করেছিল। গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৭ পয়সা।
Posted ১২:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity