
| বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের ৩টি প্রতিষ্ঠান বুধবার (১৪ মে) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা কোম্পানিগুলো হচ্ছে আইপিডিসি, পিপলস লিজিং এবং ইউনাইটেড ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিডিসি : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৩ পয়সা।
ইউনাইটেড ফাইন্যান্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৭ পয়সা।
পিপলস লিজিং : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৩ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৯৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১৫২ টাকা ৯৬ পয়সা।
Posted ১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity