শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জেনিথ লাইফের স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় রুয়েট শিক্ষার্থীরা

  |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

জেনিথ লাইফের স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নিয়মিত শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা চালু করেছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকার স্বাস্থ্যসেবা এবং মৃত্যুজনিত ক্ষেত্রে ২ লাখ টাকার জীবন বীমা সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী ও জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) ও কোম্পানি সচিব আব্দুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেবল শিক্ষাদানেই সীমাবদ্ধ থাকি না, বরং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন কল্যাণে নিরন্তর কাজ করছি।”

ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রুয়েটের কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক শেখ মোঃ ফয়ছাল আরেফিন, জেনিথ লাইফের ভাইস প্রেসিডেন্ট (হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স) মো. আনোয়ার হোসেন সরকার ও বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধিগণ এবং ক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থ ও হিসাব দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন।

চুক্তি অনুসারে, বীমা সুবিধার প্রিমিয়াম জমা থেকে শুরু করে দাবি দাখিল পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া শিক্ষার্থীরা অনলাইনে সম্পন্ন করতে পারবে। এতে করে সময় ও জটিলতা কমবে, এবং শিক্ষার্থীরা সহজেই এই সেবার সুফল পাবেন।-‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
advertisement

Posted ১০:২১ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com