
| বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জুন) মূল্যসূচকের উত্থানে লেনদেন বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩২ পয়েন্টে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২০ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৮ টির, কমেছে ৪৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৪ টি কোম্পানির বাজারদর।
আজ ডিএসইতে মোট ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার।
Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity