
| বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট | 366 বার পঠিত
বীমা গ্রাহকের স্বার্থ সংরক্ষণ ও আস্থা সংকট নিরসনে ‘বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫’ নামে নতুন একটি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে দাবি পরিশোধে ব্যর্থ, দুর্বল ও সমস্যাগ্রস্ত বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা পাচ্ছে আইডিআরএ। খসড়ায় সরকারের সাময়িক মালিকানা গ্রহণ, তৃতীয় পক্ষের কাছে বিক্রি এবং ব্রিজ কোম্পানি গঠনের বিধান রাখা হয়েছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, নতুন এই অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে। খাত সংশ্লিষ্টদের মতামতের জন্য আইডিআরএ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, বীমা কোম্পানির চেয়ারম্যান, পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা কর্মকর্তা বা অন্য যেকোনো কর্মকর্তা বা কর্মচারীকে অপসারণ বা প্রতিস্থাপন করাসহ কোম্পানিতে প্রশাসক নিয়োগ বা অন্য যেকোনো ব্যবস্থা নিতে পারবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এছাড়া, সরকার ও আইডিআরএ বীমা কোম্পানি অবসায়ন, একীভূতকরণ বা তৃতীয় পক্ষের কাছে সম্পূর্ণ বা আংশিক শেয়ার বিক্রি করতে পারবে।
তবে বীমা কোম্পানির মালিকানা তৃতীয় পক্ষের কাছে বিক্রির আগে এক বা একাধিক ব্রিজ বীমাকারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। সাধারণভাবে যার মেয়াদ হবে দুই বছর। তবে মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর করা যাবে। প্রতিটি ব্রিজ বীমাকারী প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি পর্ষদ, প্রধান নির্বাহী নিয়োগ করা হবে। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনায় দেশীয় ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে তহবিল গঠন করা হবে।
অধ্যাদেশটিতে বলা হয়েছে, বীমাকারীর মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ অন্য যেকোনো ঝুঁকির সময়োপযোগী সমাধান, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং উহার সহিত সম্পর্কিত বা আনুষঙ্গিক বিষয়ে বীমাকারীর রেজল্যুশন সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয় এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাপে প্রতিয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিধ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন।
Posted ১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity