শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আস্থা লাইফের ফাইন্যান্সিয়াল এসোসিয়েট সেন্ট্রাল বিজনেস কনভেনশন অনুষ্ঠিত

  |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   182 বার পঠিত

আস্থা লাইফের ফাইন্যান্সিয়াল এসোসিয়েট সেন্ট্রাল বিজনেস কনভেনশন অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফাইন্যান্সিয়াল এসোসিয়েট (এফএ) সেন্ট্রাল বিজনেস কনভেনশন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর এসকেএস টাওয়ারের সেনা গৌরব হলরুমে এই কনভেনশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের পরিচালনা পর্ষদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এমদাদ উল্লাহ ভূইয়া, এসজিপি, এনডিসি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) সহ ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গঠিত হয়। আর এ লক্ষ্য অর্জনে কোম্পানির অন্যতম প্রতিনিধি হিসেবে ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণ যেভাবে অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে বীমা সেবা পৌঁছে দিচ্ছেন তা প্রশংসনীয়।

তিনি আরো বলেন, কোম্পানির ব্যবসায়িক সাফল্য ও সমৃদ্ধির মূল খুঁটি বা চালিকা শক্তি হলেন ফাইন্যান্সিয়াল এসোসিয়েট। তিনি আস্থা লাইফের ২০২৪ সালে শতভাগ আংশিক ম্যাচুরিটি প্রদান, প্রিমিয়াম সংগ্রহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন, লাইফ ফান্ড প্রায় ৩২ কোটিতে উন্নিতকরণ, প্রায় শতভাগ বীমা দাবি নিষ্পত্তিকরণ ইত্যাদি উল্লেখযোগ্য অর্জনে ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণের অবদান কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন এবং এহেন ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণের পরিবারের সদস্যগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আস্থা লাইফের মাঠপর্যায়ে কর্মরত ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক মতবিনিময়, সেলস পলিসি বিষয়ক কর্মশালা, প্রোডাক্ট বা পরিকল্প পরিচিতি, বীমা বিপণনের প্রচলিত ভ্রান্তিসমূহ আলোচনা ও উত্তোরণের উপায় পর্যালোচনা, গ্রুপ বীমার মৌলিক বিষয়সমূহ পর্যালোচনা, বেস্ট পারফর্মাদের বক্তব্য এবং বিভিন্ন ক্যাটাগরীতে সনদপত্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়। এছাড়াও সকল ডিপার্টমেন্ট প্রধানের উপস্থিতিতে দ্বিপাক্ষিক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানের প্রাণ-চাঞ্চল্যতায় এক অন্যতম মাত্রা যোগ করে।

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা তার সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। তিনি আস্থা লাইফে কর্মরত ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণ যেভাবে সেনাবাহিনীর আদর্শ, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, বিশ্বস্ততা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে জনগণের সেবায় ও বীমা শিল্পে গ্রাহক সেবা নিশ্চিতকরণে কাজ করে চলেছে তার ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরো বলেন, আস্থা লাইফের মূল দর্শনগুলো যেমন: ব্যবসায়িক মনোভাব হতে সেবাধর্মী মানসিকতার প্রতি অধিক গুরুত্ব দেয়া, বীমা পলিসি গ্রাহকদের স্বার্থ রক্ষা ও ন্যায্য পাওনা পরিশোধ নিশ্চিত করা, সততা ও নিষ্ঠার সাথে সকল কার্যক্রম পরিচালনা করা ইত্যাদি পরিপালনে ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণ সদা সচেষ্ট থাকবেন। পাশাপশি জীবন বীমা সেবার আওতা বৃদ্ধি ও সাংগঠনিক উন্নয়ন নিশ্চিতকল্পে সকলের অগ্রণী ভূমিকা ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিনি ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণসহ সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com