
| বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 239 বার পঠিত
আবারও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোহাম্মদ সানা উল্লাহ’র পুনঃনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ১৬ মে ২০২৫ থেকে ১৫ মে ২০২৮ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।
গত ১ জুলাই কর্তৃপক্ষের পরিচালক (নন-লাইফ) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে নিয়োগ অনুমোদনের কথা জানানো হয়।
মোহাম্মদ সানা উল্লাহ দেশের সাধারণ বীমা খাতের একজন অভিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিত্ব। তিনি ২০১৩ সালের ১৫ এপ্রিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন বছরের মেয়াদ শেষে ২০১৬ সালের ১৫ মে এবং পরে ২০১৯ সালের ১৫ মে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সে যোগদানের পূর্বে তিনি এক্সপ্রেস ইন্স্যুরেন্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৯ সালে বীমা খাতে কর্মজীবন শুরু করেন। এরপর দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য সাধারণ বীমা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিটি পদেই তিনি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity