
| বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 1499 বার পঠিত
বীমা খাতের তিন কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। বুধবার (১৬ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় প্রান্তিক সংক্রান্ত নন-লাইফ বীমা খাতের দুটি ইন্স্যুরেন্স যথা; বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং লাইফ বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স তাদের সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা করবে। সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।
তথ্য অনুসারে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই বিকেল ৪টায়। সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় । সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
অন্যদিকে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড বোর্ড সভা আগামী ২৩ জুলাই বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে।
Posted ২:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity