
| রবিবার, ২০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 1874 বার পঠিত
বীমা খাতের দশ কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। রোববার (২০জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় প্রান্তিক সংক্রান্ত নন-লাইফ বীমা খাতের নয়টি ইন্স্যুরেন্স কোম্পানি এবং লাইফ বীমা খাতের ১টিসহ মোট ১০টি কোম্পানির বোর্ড সভার নিধারণ করা হয়েছে। নন লাইফ বীমা কোম্পানিগুলো হলো, পিপলস ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং লাইফ বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।
তথ্য অনুসারে, পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই বিকেল ৩টায়।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই বিকেল ৩ টায় ।
প্রগতি ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই বিকেল ৪টায় ।
এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই বিকেল ৩ টায় ।
এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই দুপুর ২ টায় ।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই বিকেল ৩ টায় ।
মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই বিকেল ৩ টায় ।
কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই বিকেল সাড়ে ৪ টায় ।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই বিকেল ৩ টায় ।
লাইফ বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ২৪ জুলাই বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।
Posted ৫:২৭ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity