
| বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 748 বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবসেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। যদিও আজ ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। সম্প্রতি বেশকিছুদিন ধরে পুঁজিবাজারে টানা উত্থান দেখা গেছে। গত কয়েক মাসের চেয়ে লেনদেনের পরিমাণও বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬১টি কোম্পানির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির।
আজ ডিএসইতে মোট ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
Posted ৪:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity