
| রবিবার, ২৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 285 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি’র ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে , এশিয়া ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন ২০২৫ মেয়াদে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫১ পয়সা। ছয় মাসে (জানুয়ারি‘২৫-জুন‘২৫) শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৮৮ পয়সা।
চলতি অর্থবছরের জানুয়ারি-জুন ২০২৫ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ ছিল ৬৬ পয়সা, যেখানে গত বছর একই সময়ে ছিল ২ টাকা ০৬ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ২২ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ২৯ টাকা ৬৩ পয়সা।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity