
| বুধবার, ৩০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 452 বার পঠিত
সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড তার প্রথম ২৫ কোটি টাকার শরিয়াহ মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসি’র সাথে স্বাক্ষর করেছে।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসি’র (বিজিআইসি) কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে, গত ১৩ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রাস্ট ডিড অনুমোদন করে।
দেশের স্বনামধন্য মার্চেন্ট ব্যাংক সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড (এসএলএফএল) এই তহবিলের পৃষ্ঠপোষক এবং বিজিআইসি, একটি তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি, এই তহবিলের ট্রাস্টি হিসেবে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করে। এসএলএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ নজরুল ইসলাম, এফসিএমএ, এসিএমএ, সিজিএমএ (যুক্তরাজ্য) এবং বিজিআইসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই তহবিলের প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। তহবিলটি পরিচালনার দায়িত্বে থাকবে সন্ধানী এসেট ম্যানেজমেন্ট লিমিটেড (সন্ধানী এএমএল)। এটি সন্ধানী এএমএল-এর দ্বিতীয় ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড এবং প্রথম শরিয়াহভিত্তিক ফান্ড। শরিয়াহ ভিত্তিক বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি-সমন্বিত আকর্ষণীয় মুনাফা প্রদানের লক্ষে ফান্ডটি গঠন করা হয়েছে। এসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি পেশাদারভাবে ফান্ড পরিচালনার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি প্রচলিত ও ডিজিটাল উভয় মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে।-বিজ্ঞপ্তি
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity