
| বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 524 বার পঠিত
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা সংলগ্ন তুষভান্ডার বাজারে নতুন শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) এই নতুন শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)। উপস্থিত ছিলেন আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেলস ফোর্স, বীমা গ্রাহক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সমিতির প্রধান ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিতকরণে রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।
প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তিনি উল্লেখ করেন যে, আস্থা লাইফের মাঠ পর্যায়ের প্রতিটি সদস্য সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ এবং সেবার ব্রত নিয়ে জীবন বীমার সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।-বিজ্ঞপ্তি
Posted ২:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity