শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় তথ্য বাতায়নে যুক্ত হলো বিএসইসির বিনিয়োগ সচেতনতা প্ল্যাটফর্ম

  |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   779 বার পঠিত

জাতীয় তথ্য বাতায়নে যুক্ত হলো বিএসইসির বিনিয়োগ সচেতনতা প্ল্যাটফর্ম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল এখন থেকে জাতীয় তথ্য বাতায়নে (Bangladesh.gov.bd) সহজেই পাওয়া যাবে। বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বুধবার (৬ আগস্ট) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় তথ্য বাতায়নের হোমপেজে নিচের দিকে স্ক্রল করলে ডান পাশে থাকা “সকল বাতায়ন” অপশন থেকে বিভাগ, জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। প্রতিটি ওয়েবসাইটের হোমপেজের নিচের দিকে ডান পাশে “বিনিয়োগ শিক্ষা কার্যক্রম” অংশে www.finlitbd.com ওয়েবসাইট এবং বিএসইসির ইউটিউব চ্যানেলের লিংক (https://www.youtube.com/@financialliteracyprogramba6178) দেখা যাবে।

বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আওতায় সবার জন্য বিনিয়োগের প্রাথমিক ধারণা, প্রতারণা থেকে সুরক্ষামূলক বার্তা, তথ্যচিত্র এবং ভিডিও কনটেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণ হিসেবে, চট্টগ্রাম বিভাগীয় ওয়েবসাইটে (https://chattogramdiv.gov.bd/)প্রবেশ করলে হোমপেজের নিচে “বিনিয়োগ শিক্ষা কার্যক্রম” শীর্ষক অংশে উক্ত লিংকগুলো পাওয়া যাবে।

বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আওতায় বিনিয়োগের প্রাথমিক ধারণা, সতর্কতামূলক বার্তা, তথ্যচিত্র ও ভিডিও কনটেন্ট সংযুক্ত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীরা জালিয়াতি থেকে নিরাপদ থাকতে এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা পাবেন বলে বিএসইসি আশা প্রকাশ করেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com