শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মার্জিন রুলস, পাবলিক ইস্যু ও মিউচুয়াল ফান্ড বিধিমালা চূড়ান্ত পর্যায়ে: রাশেদ মাকসুদ

  |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   668 বার পঠিত

মার্জিন রুলস, পাবলিক ইস্যু ও মিউচুয়াল ফান্ড বিধিমালা চূড়ান্ত পর্যায়ে: রাশেদ মাকসুদ

পুঁজিবাজার সংস্কারের জন্য গৃহীত উদ্যোগ-কার্যক্রম, গঠিত টাস্কফোর্স ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম চলছে। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গে‌ছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএসইসি কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মনোহারি গুনাওয়ারধেনা, সিনিয়র প্রজেক্ট অফিসার (ফিন্যান্সিয়াল সেক্টর) মোহাম্মদ রাশেদ আল হাসান, বিএসইসির পরিচালক মোঃ আবুল কালাম, যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা এবং উপ পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল।

সভায় দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনার বিষয়গুলোতে ছিল; দেশের পুঁজিবাজারের সংস্কার পরিকল্পনা ও বাস্তবায়ন, পুঁজিবাজারের আধুনিকায়ন, বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়ন, ইআরপি সিস্টেমের উন্নয়ন ও বাস্তবায়ন, স্বচ্ছতা-জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধি, তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের দক্ষতা-সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন নিশ্চিতকরণ, বন্ড মার্কেটের উন্নয়ন, টেকসই অর্থায়ন, কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভ পণ্য, দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজারের ভূমিকা বৃদ্ধি এবং ভালো মৌল ভিত্তিসম্পন্ন দেশি-বিদেশী ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা। এছাড়াও, দেশের পুঁজিবাজারের বিদ্যমান আইনসমূহ যুগোপযোগিকরণ নিয়েও আলোচনা হয়।

সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, পুঁজিবাজার সংস্কারের জন্য গৃহীত উদ্যোগ-কার্যক্রম, গঠিত টাস্কফোর্স ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম চলছে। তিনি বলেন, টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিএসইসির এনফোর্সমেন্ট কার্যক্রমও চলমান রয়েছে।

বৈঠকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে দেশের পুঁজিবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নে কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়।

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের পুঁজিবাজার সংস্কার বাস্তবায়ন এবং আধুনিকায়নে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৮:০৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com