
| রবিবার, ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 941 বার পঠিত
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান পদে কে.এম. আলমগীর এবং ভাইস চেয়ারম্যান পদে ফিরোজ আলম নির্বাচিত হয়েছেন। গত ৭ আগস্ট পরিচালনা পর্ষদের ২৩১তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
কোম্পানির চেয়ারম্যান কে.এম. আলমগীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া একজন স্বনামধন্য উদ্যোক্তা ও শিল্পপতি। তিনি ১৯৮৩ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর প্লাস্টিক ও পলিমার শিল্পে সফলতা অর্জন করেন।
বর্তমানে তিনি লিরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্রাট ইন্ডাস্ট্রিজ, সম্রাট প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড, লিরা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিরা ডোরস লিমিটেড, বারি প্লাস্টিক লিমিটেড ও সাজ কর্পোরেশনের সাথেও যুক্ত আছেন। এছাড়া তিনি সোহাগ পল্লী রিসোর্টের মালিক।
কে.এম. আলমগীর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অল কমিউনিটি ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক, এফবিসিসিআই-এর সদস্য এবং বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি। ক্রীড়া, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে তার নেতৃত্ব দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম দীর্ঘ ২৫ বছর ধরে গার্মেন্টস খাতে যুক্ত আছেন এবং তুসুকা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় ১০০% রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী হিসেবে গড়ে তুলেছেন।
পোশাক শিল্পের পাশাপাশি তিনি ২০১৮ সালে নভোএয়ার-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি-তে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং নিকুঞ্জ সোসাইটির সভাপতি।
সামাজিক ও ক্রীড়া অঙ্গনেও তাহর সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, ফুটবল কমিটি ও সামাজিক ক্লাবের সাথে যুক্ত আছেন এবং উত্তরা ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সাফল্যের গল্প ব্যবসায়িক ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ।
Posted ৯:০৭ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity