
| শনিবার, ১৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 877 বার পঠিত
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ইসলামী তাকাফুল বীমার ৫১তম শরীয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কোম্পানির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালক ও শরীয়াহ বোর্ড সদস্য এ এমএম মাঈন উদ্দিন মোনেম, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানি সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন অংশ নেন।
সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।
সভা শেষে শরীয়াহ বোর্ড সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম শমশের আলীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
Posted ৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity