
| মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 459 বার পঠিত
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, কোম্পানির পরিচালনা পর্ষদ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সিইও পদে নিয়োগ দিয়েছেন।
মো. মোরশেদ আলম সিদ্দিকী এর আগে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন। তার কর্মজীবন শুরু হয় ১৯৮৬ সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে। পরে তিনি সোনালী লাইফ, গোল্ডেন লাইফ, যমুনা লাইফ ও সানলাইফ ইন্স্যুরেন্সে বিভিন্ন পদে কাজ করেন।
তিনি ২০০৮ সালে সিটি ইউনিভার্সিটি থেকে এমবিএ (মার্কেটিং) এবং ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন।
Posted ১২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity