শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফেডারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এনামুল হক ও ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী পুনর্নির্বাচিত

  |   বুধবার, ২০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   1037 বার পঠিত

ফেডারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এনামুল হক ও ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী পুনর্নির্বাচিত

ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান পদে এনামুল হক এবং ভাইস চেয়ারম্যান পদে ইলিয়াস সিদ্দিকী পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাদের পুনর্নির্বাচন করা হয়।

একই সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, বীমা দাবি কমিটির চেয়ারম্যান হিসেবে মো. আবদুল খালেক, নমিনেশন ও রিম্যুনারেশন এবং গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব মো. মাহফুজুর রহমান, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান হিসেবে সাবেক অতিরিক্ত সচিব বেগম আবেদা আকতার এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে মো. গিয়াস উদ্দিন এফসিএ নির্বাচিত হয়েছেন।

কোম্পানির চেয়ারম্যান এনামুল হক দেশের একজন খ্যাতিমান শিল্পপতি ও সমাজসেবক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। এছাড়া তিনি ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেড ও প্যারাডাইস করপোরেশন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন। একইসঙ্গে তিনি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান (বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগ), সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড ও সেন্ট্রাল ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার লিমিটেডের পরিচালক এবং ডাচ-বাংলা প্যাক লিমিটেডের উপদেষ্টা (বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথ উদ্যোগ) হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পেশাগত দায়িত্বের বাইরে এনামুল হক শিক্ষা, সামাজিক ও কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বিভিন্ন দেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।

কোম্পানির ভাইস চেয়ারম্যান  ইলিয়াস সিদ্দিকী একজন সফল ও খ্যাতিমান ব্যবসায়ী। দীর্ঘ কর্মজীবনে তিনি বহুমুখী ব্যবসায় সাফল্যের পরিচয় দিয়েছেন। তিনি পূবালী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং পূবালী ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি ট্রেডিং এল.এল.সি.-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন। একইসঙ্গে তিনি পূবালী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ভিশন কেয়ার ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান ও আজীবন সদস্য।

করপোরেট কর্মকাণ্ডের বাইরে ইলিয়াস সিদ্দিকী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। ব্যবসা ও পেশাগত কারণে তিনি বিশ্বের বহু দেশ সফর করেছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক/জেবি
Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com