
| বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 419 বার পঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ রহিত করে নতুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে বিএসইসি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৬৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এর সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।
পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্সের সুপারিশ বিবেচনা করে বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে নতুন বিধিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, মিউচ্যুয়াল ফান্ড খাতে সুশাসন নিশ্চিতকরণ এবং খাত সংশ্লিষ্ট পক্ষসমূহ—ট্রাস্টি, হেফাজতকারী ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য আরও সুস্পষ্ট করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, জনমত যাচাইয়ের জন্য খসড়া বিধিমালাটি শিগগিরই কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
Posted ১:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity