শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারের মুনাফার প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ প্রতারণা, চক্র শনাক্ত

  |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   200 বার পঠিত

পুঁজিবাজারের মুনাফার প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ প্রতারণা, চক্র শনাক্ত

পুঁজিবাজারে দ্রুত মুনাফার প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে প্রতারণা করছে একটি চক্র।এরই মধ্যে নারায়ণগঞ্জকেন্দ্রিক এ ধরনের একটি চক্র শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ ধরনের প্রতারণা রোধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছে।মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুর রহমান এই তথ্য জানান।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তার একটি বর্ণনাও দেন আসাদুর রহমান।

আসাদুর রহমান বলেন, প্রতারকরা প্রথমে বিনিয়োগকারীদের অল্প টাকা নিয়ে কিছু মুনাফা দেখিয়ে বিশ্বাস অর্জন করে। উদাহরণস্বরূপ, প্রথমে চার হাজার টাকা দিলে দুই হাজার টাকা মুনাফা দেওয়া হয়। পরে টেকনিক্যাল সমস্যার অজুহাতে আরও টাকা দিতে বলা হয় এবং শেষ পর্যন্ত মোবাইল নম্বর বন্ধ করে দেওয়া হয়। এছাড়া প্রতারকরা টি-১ ডেটে জেড গ্রুপের শেয়ার বিক্রির প্রলোভন দেখাচ্ছে, যা বাস্তবে সম্ভব নয়।

তিনি বলেন, প্রতারক চক্র বিএসইসি, ডিএসই ও সিএসই’র লোগো ও ঠিকানা ব্যবহার করছে, যা সম্পূর্ণ বেআইনি। তারা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা নিচ্ছে। ডিএসই বলেছে, চক্রটি দ্রুত মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে টানা টাকা হাতিয়ে নিচ্ছে, ফলে অনেকে প্রতারিত হচ্ছেন। তিনি বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে, খিলক্ষেত থানায় ৩ আগস্ট অভিযোগ দায়ের করা হয়। বিনিয়োগকারীদের সচেতন করার জন্য ট্রেকহোল্ডারদের এবং ডিএসই ভবনের সব অফিসে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য বিএসইসিকে চিঠি প্রেরণ করা হয়েছে।

আসাদুর রহমান আরো বলেন, “বর্তমানে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এর মধ্যে প্রতারক চক্রের কারণে বাজারের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিনিয়োগকারীদের স্টক এক্সচেঞ্জের লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার, ডিলার ও মোবাইল অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, প্রতারক চক্রকে ধরতে আইন প্রয়োগকারী সংস্থা তৎপর। বিনিয়োগকারীদের অনুরোধ করা হয়েছে, এ ধরনের লেনদেন করার আগে ডিএসই, সিএসই ও বিএসইসির ওয়েবসাইটে প্রদত্ত নাম্বারে ফোন করে যাচাই করবেন।

সংবাদ সম্মেলনে ডিএসই’র ভারপ্রাপ্ত প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) শফিকুল ইসলাম ভূইয়া এবং বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম উপস্থিত ছিলেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৫:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com