শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন প্রতারণার ফাঁদ: বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি

  |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   806 বার পঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন প্রতারণার ফাঁদ: বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের টার্গেট করে নতুন ধরনের প্রতারণার কৌশল ব্যবহার করছে একটি চক্র। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় বার্তা পাঠাচ্ছে। প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে বিনিয়োগকারীর আস্থা অর্জন করা হলেও পরবর্তীতে বেশি লাভের প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। একসময় বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার নামে অতিরিক্ত টাকা চাইতে থাকে প্রতারকরা। শেষমেশ ভুক্তভোগীর সব অর্থ হাতিয়ে নিয়ে তাদের ব্লক করে দেয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এ ধরনের প্রতারণার তথ্য পাওয়ার পর বিনিয়োগকারীদের সতর্ক থাকতে বিশেষ পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিএসইসির মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়; পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অবশ্যই নিজ নামে বিও (বেনেফিশিয়ারি ওনার্স) হিসাব থাকতে হবে। এটি কেবলমাত্র নিবন্ধিত স্টক ব্রোকার বা ডিপোজিটরি পার্টিসিপ্যান্টের মাধ্যমে খোলা যায়। নিজ নামে বিও হিসাব ছাড়া কোনো ধরনের সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় বা আর্থিক লেনদেন করা যাবে না।

নিবন্ধিত স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার বা পোর্টফোলিও ম্যানেজারের বাইরে কারও মাধ্যমে বিনিয়োগ না করতে বিনিয়োগকারীদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, সব ধরনের ক্রয়-বিক্রয়ের লেনদেন বিনিয়োগকারীর নিজ নামে খোলা বিও অ্যাকাউন্টে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কিনা তা নিয়মিত যাচাই করতে হবে।

পাশাপাশি, প্রতারণামূলক কার্যক্রম বা পুঁজিবাজার সংক্রান্ত যেকোনো অনিয়ম সম্পর্কে তথ্য পেলে তা বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে ই-মেইল intel@sec.gov.bd করে জানাতে অনুরোধ করেছে সংস্থাটি।

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা। তাই যেকোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য-উপাত্ত যাচাই এবং নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমেই লেনদেন করার পরামর্শ দিয়েছে বিএসইসি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com