
| বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 509 বার পঠিত
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাদের মোট ৩১ কোটি ৭ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনআরবি ব্যাংকের তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে আগামী পাঁচ বছরের জন্য পুঁজিবাজারে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া শেয়ার লেনদেনে কারসাজির দায়ে শেখ ফারুক আহমদকে ৩০ কোটি ৩২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বিএসইসির ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
Posted ১১:০১ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity