শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
অনিয়মে ৬ অডিট ফার্ম তলব

শেয়ার কারসাজিতে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২ কোটি টাকা জরিমানা

  |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   897 বার পঠিত

শেয়ার কারসাজিতে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রায় ১২ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় গুরুতর অনিয়ম ধরা পড়ায় ছয়টি অডিট ফার্মকেও ব্যাখ্যা তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির ৯৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী পেপারের শেয়ার কারসাজির দায়ে জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদের ৯ জন এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে মোট ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সোনালী পেপারের শেয়ার লেনদেনের সময় তারা সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় এ জরিমানা করা হয়।

জরিমানা হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক টিআইএম নুরুল কবির, ভাইস চেয়ারম্যান প্রিন্স মজুমদার, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, মোহাম্মদ আদনান ইমাম, নিলোফার ইমাম, ওরাকল সার্ভিসেস লিমিটেডের পক্ষে মনোনীত পরিচালক হাসান শহিদ সরোয়ার, স্বতন্ত্র পরিচালক জহরুল সৈয়দ বখত এবং রোকেয়া ইসলাম। এদের প্রত্যেককে ১ কোটি ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় অনিয়ম ও সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ছয়টি অডিট ফার্মকে ব্যাখ্যা তলব করা হয়েছে। এদের মধ্যে রয়েছে—

সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০১৯ অর্থবছরের নিরীক্ষায় অনিয়মের জন্য এ হক অ্যান্ড কোং।

রিং সাইন টেক্সটাইলের ২০১৭–২০২০ অর্থবছরের নিরীক্ষায় অনিয়মের জন্য আহমেদ অ্যান্ড আক্তার, মাহফেল হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং এবং সিরাজ খান বসাক অ্যান্ড কোং।

আমান কটন ফাইব্রাসের ২০২০ অর্থবছরের নিরীক্ষায় অনিয়মের জন্য ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং।

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০১৮ ও ২০১৯ অর্থবছরের নিরীক্ষায় অনিয়মের জন‌্য মাহফেল হক অ্যান্ড কোং এর নাম উত্থাপিত হয়েছে।

বিএসইসি জানিয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে গুরুতর অনিয়ম ও আইন লঙ্ঘন ধরা পড়লেও নিরীক্ষা প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। ফলে অনিয়ম গোপন করার দায়ে ফার্মগুলোকে তলব করা হয়েছে। একই সঙ্গে ব্যাখ্যা না দিলে পাঁচ বছরের জন্য তাদের পুঁজিবাজার-সংশ্লিষ্ট নিরীক্ষা ও অ্যাসিউরেন্স কার্যক্রম পরিচালনায় অযোগ্য ঘোষণা করা হতে পারে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১০:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com