
| বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 945 বার পঠিত
ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে এ এম এম মহিউদ্দিন চৌধুরী’র পুনঃনিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। টানা পঞ্চমবারের মতো তিনি এই দায়িত্ব পালন করতে যাচ্ছেন। গত ১৬ সেপ্টেম্বর আইডিআরএ’র উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুসারে, গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ০৬ সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত তিন বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করা হয়েছে। সর্বপ্রথম তিনি সিইও হিসেবে নিয়োগ পান রিপাবলিক ইন্স্যুরেন্সে। পরবর্তীতে চতুর্থবারের মতো ফেডারেল ইন্স্যুরেন্সের কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বীমা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন বীমা ব্যক্তিত্ব এ এম এম মহিউদ্দিন চৌধুরী ২০১৭ সাল থেকে ফেডারেল ইন্স্যুরেন্সে সিইও’র দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নেতৃত্ব, যোগাযোগ, মার্কেটিং, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাশক্তিতে নিজের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন।
বর্ণাঢ্য বীমা ক্যারিয়ারে তিনি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি দেশ-বিদেশে বীমা ও সংশ্লিষ্ট বিষয়ে বহু প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।
Posted ১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity