শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বড় প্রকল্পে অর্থায়নে বন্ড মার্কেটকে কাজে লাগাতে হবে: অর্থ উপদেষ্টা

  |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   484 বার পঠিত

বড় প্রকল্পে অর্থায়নে বন্ড মার্কেটকে কাজে লাগাতে হবে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশে বড় অবকাঠামো প্রকল্পের অর্থায়নে শুধু ব্যাংক ঋণ ও আয়করের ওপর নির্ভরশীলতা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে পুঁজিবাজার বিশেষ করে বন্ড মার্কেটকে আরও সক্রিয় করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ঝুঁকি নিতে চান না, বরং বিনিয়োগকে নিশ্চিত মুনাফার উৎস মনে করেন, যা সঠিক নয়। তিনি ব্যাংক ঋণের খেলাপি সংস্কৃতিকে দেশের অর্থনীতির জন্য ট্র্যাজেডি আখ্যা দেন এবং সুকুক বন্ড ইস্যুর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, জনগণ আয়কর দিলেও সেবা না পাওয়ায় অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এনবিআরকে করদাতাদের মানসম্মত সেবা দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন, বন্ড মার্কেটকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হয়েছে, যা শিগগির সরকারের কাছে পেশ করা হবে। প্রতিবেদনে সরকারি ও কর্পোরেট বন্ডের চাহিদা ও সরবরাহ বাড়ানোর নীতিগত সুপারিশ থাকবে।

তিনি বলেন, দেশের আর্থিক খাত ব্যাংক-নির্ভর হলেও আন্তর্জাতিকভাবে বন্ড মার্কেটই প্রধান চালিকা শক্তি। আর্থিক কাঠামোর পরিবর্তন ঘটিয়ে পেনশন ফান্ড ও প্রভিডেন্ট ফান্ডকে বন্ড মার্কেটে যুক্ত করা গেলে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সেমিনারের সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়া ডিএসইর পরিচালনা পর্ষদ সদস্য ও বাজারসংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com