শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আস্থা লাইফের ইউনিট ম্যানেজারদের অর্ধবার্ষিক সম্মেলন

  |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   457 বার পঠিত

আস্থা লাইফের ইউনিট ম্যানেজারদের অর্ধবার্ষিক সম্মেলন

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘ইউনিট ম্যানেজারদের (ইউএম) অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইউনিট ম্যানেজারদের অংশগ্রহণে রাজধানীর এসকেএস টাওয়ারের সেনা গৌরব হলরুমে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত এই জীবনবীমা প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আস্থা লাইফের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, আস্থা লাইফ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেশের জীবনবীমা খাতে মানুষের আস্থার পুনর্গঠন এবং স্বচ্ছ, বিশ্বস্ত সেবা দিয়ে বীমা গ্রহণযোগ্যতা বাড়ানো। তিনি উল্লেখ করেন, ইউনিট ম্যানেজাররা সেনাবাহিনীর আদর্শ ও প্রতিশ্রুতি রক্ষা করে গ্রাহকসেবায় নিরলসভাবে কাজ করে প্রতিষ্ঠানকে গতিশীল রাখছেন। কোম্পানির সাম্প্রতিক অর্জনের মধ্যে উল্লেখযোগ্য- প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি, লাইফ ফান্ড প্রায় ৫০ কোটি টাকায় উন্নীত করা এবং প্রায় শতভাগ বীমা দাবি দ্রুত ও গ্রহণযোগ্যভাবে নিষ্পত্তি করা- এইসব সাফল্যের পেছনে ইউনিট ম্যানেজারদের অবদান বিশেষভাবে প্রশংসনীয় বলে তিনি সংযোজন করেন। অনুষ্ঠানে তিনি আস্থা লাইফের কর্মচারী ও ইউনিট ম্যানেজারদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য শুভেচ্ছা জানান।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবেশিত হয় সেলস পলিসি-ভিত্তিক অত্যাধুনিক কর্মশালা, প্রোডাক্ট ও পরিকল্পনা পরিচিতি, বীমা বিপণনে প্রচলিত ভুল ধারণাগুলো চিহ্নিত ও তা প্রতিহত করার কৌশল এবং গ্রুপ বীমার মৌলিক বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা সভা। সম্মেলনে বেস্ট পারফর্মারদের অভিজ্ঞতা বিনিময়, সম্মাননা ও সার্টিফিকেট বিতরণও আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগের প্রধানদের সমন্বয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানকে আরও গতিশীল ও অন্তর্দৃষ্টিপূর্ণ করে তোলে। -‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com