
| রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 479 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮৫ তম বোর্ড সভায় কবির আহমেদ কোম্পানির ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।
তিনি ১৯৭৫ সালে ১ জুন ঢাকার ধানমন্ডিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
ইতিপূর্বে তিনি অত্র কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাছাড়াও তিনি পপুলার জুট এক্সচেঞ্জ লি., পপুলার জুট মিলস লি., পপুলার ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ কো. লি., তেজগাঁও ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন কো. লি. এবং পিপলস ইক্যুইটিস লি. (মেম্বার ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়াও তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লি., পপুলার ইক্যুইটিস লি. এবং কুমিল্লা ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ লি. এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী।-বিজ্ঞপ্তি
Posted ৫:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity