শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাইওনিয়ার ইন্স্যুরেন্স সিইও পদে সৈয়দ শাহরিয়ার আহসানের পুনর্নিয়োগ অনুমোদন

  |   রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   802 বার পঠিত

পাইওনিয়ার ইন্স্যুরেন্স সিইও পদে সৈয়দ শাহরিয়ার আহসানের পুনর্নিয়োগ অনুমোদন

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সৈয়দ শাহরিয়ার আহসানের মেয়াদ নবায়ন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১৫ সেপ্টেম্বর আইডিআরএর উপপরিচালক (নন–লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

তথ্য অনুসারে, সৈয়দ শাহরিয়ার আহসান ২০২৫ সালের ২৫ অক্টোবর থেকে ২০২৮ সালের ১ জুন পর্যন্ত তিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্তই তার এই দায়িত্ব বহাল থাকবে।

বীমা খাতে দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব সৈয়দ শাহরিয়ার আহসান পাইওনিয়ার ইন্স্যুরেন্সে ২০২২ সালের অক্টোবর মাস থেকে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও এমবিএ ডিগ্রিধারী শাহরিয়ার আহসান দেশে–বিদেশে বীমা ও পুনঃবীমা বিষয়ক নানা প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এর আগে তিনি ছয় বছর সাধারণ বীমা কর্পোরেশনের এমডি ও সিইও ছিলেন এবং আরও ১৬ বছর বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নেতৃত্ব দিয়েছেন।

এভিয়েশন, মেরিন, মেগা প্রজেক্ট আন্ডাররাইটিং ও ক্লেইমস ম্যানেজমেন্টে তার বিশেষ দক্ষতা রয়েছে। তিনি আইডিআরএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি এবং বিভিন্ন জাতীয়–আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে যুক্ত থেকে খাতের উন্নয়নে ভূমিকা রেখেছেন।

 

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com