শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

  |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   1599 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি তাদের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে; দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, বঙ্গজ লিমিটেড, মিথুন নিটিং লিমিটেড ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড । গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিগুলো এ লভ্যাংশের ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী, দুলামিয়া কটন স্পিনিং মিলস ও বঙ্গজ লিমিটেড শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্যে সমাপ্ত হিসাব বছরে ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করে। অপরদিকে, তাল্লু স্পিনিং মিলস ও মিথুন নিটিং শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, দুলামিয়া কটন স্পিনিং মিলস সর্বশেষ হিসাববছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৫ পয়সা । আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৮৮ পয়সা। এছাড়া, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৩৯ টাকা ৮৩ পয়সা। আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।

বঙ্গজ লিমিটেডের সমাপ্ত হিসাববছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩১ পয়সা। এ ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২ পয়সা। আগামী ১২ নভেম্বর সকাল ১০ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।

মিথুন নিটিং লিমিটেড সর্বশেষ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও অন্য কোনো তথ্য প্রকাশ করেনি। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় মুনাফা, ইপিএস, ক্যাশ ফ্লো ইত্যাদি প্রযোজ্য নয় বলে জানিয়েছে কোম্পানিটি। আগামী ১২ নভেম্বর বেলা ১২ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।

তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের সর্বশেষ হিসাব বছরে শেয়ার প্রতি ২ টাকা ৭৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৭০ লোকসান হয়েছিল। এ ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৩৪ পয়সা। আগামী ১২ নভেম্বর বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com