
| মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 219 বার পঠিত
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন গোলাম মোস্তফা। সোমবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানির ৯৫তম পরিচালনা পর্ষদ সভায় তাদের নির্বাচিত করা হয়।
ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ এবং শীর্ষ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক গ্রুপের একজন সফল উদ্যোক্তা এবং চার্টার্ড লাইফের প্রতিনিধি পরিচালক। বর্তমানে তিনি এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নুরুল আকতার বাংলাদেশ সোলার রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এফিশিয়েন্ট লাইটিং ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের (বিইএলএমএ) সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন।
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা একজন সফল উদ্যোক্তা এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। জনাব মোস্তফা গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ নিটওয়্যার লিমিটেডের সাথেও যুক্ত রয়েছেন। তিনি একজন খ্যাতিমান রোটারিয়ান এবং বিশ্বব্যাংকের একজন ফেলো। মোস্তফা রোটারি এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের উপর বেশ কিছু বই লিখেছেন।-বিজ্ঞপ্তি
Posted ১২:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity