
| রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 639 বার পঠিত
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ৩ কোটি ডলার ঋণ নিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড। সম্প্রতি এডিবির সঙ্গে এই সাসটেনেবিলিটি-লিংকড ঋণ চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। যা বাংলাদেশের কোনো কোম্পানিকে দেওয়া প্রথম ধরনের ঋণ হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর পরিচালনা পর্ষদের সভায় ঋণ চুক্তি অনুমোদনের পর এটি কার্যকর করা হয়। সাত বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড থাকবে ১৮ মাস, অর্থাৎ প্রথম দেড় বছর ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না। পরে ১২টি অর্ধবার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধ করা হবে।
এ ঋণ মূলত এনভয় টেক্সটাইলসের উৎপাদনক্ষমতা বৃদ্ধি, কারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন ও ওয়ার্কিং ক্যাপিটালে বিনিয়োগের জন্য ব্যবহার করা হবে। এতে কোম্পানির বার্ষিক সূতা উৎপাদন ৪ হাজার ৫৫০ টন বাড়বে এবং ৩.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম স্থাপন করা হবে। পাশাপাশি স্থানীয় উৎস থেকে নেওয়া ঋণের অংশও পরিশোধ করা হবে।
কোম্পানিটি জানিয়েছে, এই ঋণের মাধ্যমে কারখানার আধুনিকায়ন ত্বরান্বিত হবে এবং মুনাফা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।
Posted ৩:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity