
| মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 726 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানি তিনটি হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপেক্স ট্যানারি লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস পিএলসি।
মঙ্গলবার (৭ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, কোম্পানি তিনটির বোর্ড সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে। পাশাপাশি বাংলাদেশ ল্যাম্পস পিএলসি’র প্রথম প্রান্তিকের (জুলাই-২৫ থেকে সেপ্টেম্বর-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
এপেক্স ট্যানারি লিমিটেডের বোর্ড সভার আগামী ১৪ অক্টোবর বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ল্যাম্পস পিএলসি’র বোর্ড সভা আগামী ১২ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
Posted ৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity