
| মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 511 বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ অক্টোবর) সূচকের পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে সূচক নিম্নমুখী থাকলেও আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।।
তথ্য অনুসারে, দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। এ ছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ আজ ডিএসইতে ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৬ কোটি ৮১ লাখ টাকা।
ডিএসইতে মোট মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৫টি কোম্পানির, বিপরীতে ২৮২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।।
Posted ৩:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity