শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ কোম্পানির নেতিবাচক প্রভাব সূচকে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   214 বার পঠিত

১৮ কোম্পানির নেতিবাচক প্রভাব সূচকে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৯ মার্চ) শেয়ারবাজারে আরও বড় পতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিন দ্বিতীয় সর্বোচ্চ পতন হয়েছিল। এদিন পতন হয়েছিল প্রায় ৭০ পয়েন্ট। আজকের পতন আরো বেশি তীব্র। আজ ডিএসইর সূচক কমেছে ৮৪ পয়েন্টের বেশি। যা এই যাবতকালের মধ্যে সর্বোচ্চ দরপতন।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা গেছে, আজ শেয়ারবাজার ডুবিয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর শেয়ার দাম আজ বেশি কমাতে ডিএসইর সূচক কমেছে ৫৮ পয়েন্টের বেশি।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৯৬টি প্রতিষ্ঠান। এরমধ্যে দাম কমেছে ৩১৯টি প্রতিষ্ঠানের। যাদের মধ্যে ১৮টি কোম্পানির শেয়ারই ডিএসইর সূচক খেয়ে ফেলেছে ৫৮ পয়েন্টের বেশি।

কোম্পানিগুলো হলো-বিকন ফার্মা, রবি আজিয়াটা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো-বিএটিবিসি, রেনেটা ফার্মা, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, অরিয়ন ইনফিউশন, ডেল্টা লাইফ, উত্তরা ব্যাংক, অরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, আইএফআইসি ব্যাংক, সী পার্ল রিসোর্ট, ইউসিবি ব্যাংক, সোনালী পেপার, ফরচুন সুজ ও ন্যাশনাল ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি সূচক খেয়ে ফেলেছে এমন ৮টি কোম্পানির মধ্যে বিকন ফার্মা ৯.৮৩ পয়েন্ট, রবি আজিয়াটা ৭.৬২ পয়েন্ট, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো-বিএটিবিসি ৫.৩৩ পয়েন্ট, রেনেটা ফার্মা ৩.৩৩ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ২.৭২ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ২.৫২ পয়েন্ট, অরিয়ন ইনফিউশন ২.৩৮ পয়েন্ট ও ডেল্টা লাইফ ২.৩০ পয়েন্ট। এই ৮ কোম্পানিই ডিএসইর সূচক উধাও করে দিয়েছে ৩৬ পয়েন্ট। বাকি ১০টি কোম্পানি ডিএসইর সূচক খেয়ে ফেলেছে আরও ২২ পয়েন্ট।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com