
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ মার্চ ২০২৪ | প্রিন্ট | 385 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-ব্রিটিশ আমেরিকান টোবাকো-বিএটিবিসি, সিঙ্গার বাংলাদেশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল ও বিচ হ্যাচারি লিমিটেড।
ব্রিটিশ আমেরিকান টোবাকো : কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিল ৩ মার্খ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটির এজিএম দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিল ২২ ফেব্রুয়ারি। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
বিচ হ্যাচারি : কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিল ১৬ নভেম্বর। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (স্পন্সর এবং পরিচালক ব্যতীত) দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটির এজিএম সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিল ১২ মার্চ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
এনভয় টেক্সটাইল : কোম্পানিটির এজিএম সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিল ১৫ ফেব্রুয়ারি। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
Posted ৫:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity